বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পম্পেইয়ে মিলল ২ হাজার বছর আগের ক্রীতদাসদের ঘর

পম্পেইয়ে মিলল ২ হাজার বছর আগের ক্রীতদাসদের ঘর

খ্রিস্টপূর্বে ইতালির পম্পেই ছিল অন্যতম সমৃদ্ধ শহর। ঐশ, যশ সব কিছুই ছিল। তবে আগ্নেয়গিরি ভিসুভিয়াসের এক দিনের উদগীরণে পুরো শহর ছাইয়ের নিচে ডুবে যায়। ছাইয়ের নিচে চাপা পড়ে হাজারো মানুষ। ২ হাজার বছর পরে সেখানে সেই রোমান সভ্যতার নিদর্শন খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকরা। উদ্ধার হলো ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে যাওয়া একটি ছোট ঘর। ঘরের মধ্যে পাওয়া গেল, তিনটি বিছানা, একটি কাঠের সিন্দুক, সেরামিকের পাত্র। গবেষকরা মনে করছেন, ঘরটিতে থাকত সেই আমলের এক ক্রীতদাস পরিবার। পম্পেইয়ের কাছে ভিলা সিভিতা গুইলানা নামক এক শহরতলিতে এসব খুঁজে পেয়েছেন গবেষকরা। বছরখানেক আগে এখানেই একটি অলঙ্কৃত রথ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। গবেষকদের ধারণা, রথটির দেখাশোনা করতেই নিযুক্ত ছিল ওই ক্রীতদাস পরিবার। পম্পেইয়ের ডিরেক্টর জেনারেল গ্যাব্রিয়েল জুখট্রিগেল বলছেন, ঐতিহাসিক নিদর্শন যা খুঁজে পাওয়া যায় তার সবটাই প্রায় উচ্চ শ্রেণির মানুষের ধারণা দেয়। নতুন এই খোঁজ তাই অবহেলিত শ্রেণির তৎকালীন জীবনযাত্রা জানার জানলা। ঘরটির মধ্যে তিনটি বিছানার মধ্যে দুটির মাপ ১.৭ মিটার এবং আরেকটি ১.৪ মিটার। শেষেরটা সম্ভবত কোনো শিশুর বিছানা। এ থেকেই মনে করা হচ্ছে, ঘরটায় থাকত ক্রীতদাসদের একটি পরিবার। ঘরটি যে পাথরে চাপা পড়ে ছিল তার সৃষ্টি আগ্নেয়গিরির ছাই থেকে। সেই পাথরে ঘরের বিভিন্ন জিনিসপত্রের ছাপ পড়ে আছে।

সর্বশেষ খবর