বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সিরিয়ায় আমিরাতের প্রতিনিধি নাখোশ যুক্তরাষ্ট্র

সিরিয়ায় আমিরাতের প্রতিনিধি নাখোশ যুক্তরাষ্ট্র

প্রায় ১১ বছর হতে চলল সিরিয়া যুদ্ধের। আসাদ সরকারের অপসারণ দাবিতে ওই যুদ্ধের সৃষ্টি হয়। কিন্তু আসাদ তার পদে বহালই আছেন।  মঙ্গলবার সিরিয়ায় গেছেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। আলোচনার শেষে সিরিয়া জানিয়েছে, বৈঠক ফলপ্রসূ হয়েছে। আরব আমিরাতও সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়েছে, সিরিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে উঠছে আরবের। আরব দেশগুলো আমিরাতের এই পদক্ষেপকে স্বাগত জানালেও কড়া সমালোচনা করেছে আমেরিকা। হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ‘আসাদ খারাপ একনায়ক। তার জন্য সিরিয়ার সাধারণ মানুষ ভুগছেন। আসাদ যুদ্ধপরিস্থিতি বন্ধ না করলে তার সঙ্গে কারও আলোচনায় বসা উচিত নয়। আমিরাত যেভাবে তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, তা বিপজ্জনক।’

সর্বশেষ খবর