শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জলবায়ু সহযোগিতা বাড়াতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র

গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনে আশ্চর্যজনক ঘোষণায় চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকে জলবায়ু সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে। বিশ্বের দুটি বৃহত্তম কার্বন ডাই-অক্সাইড নির্গতকারী দেশ যৌথ ঘোষণায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। বিবিসি।

ঘোষণায় বলা হয়েছে, উভয় পক্ষই ২০১৫ সালের প্যারিস চুক্তিতে নির্ধারিত ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লক্ষ্য অর্জনের জন্য ‘একত্রে কাজ করতে তাদের দৃঢ় প্রতিশ্রুতির কথা স্মরণে রাখবে’। ওই লক্ষ্য অর্জনের পথে যে উল্লেখযোগ্য ফাঁক রয়েছে তা বন্ধ করার জন্য ধাপে ধাপে প্রচেষ্টার আহ্‌বান জানানো হয়েছে দুই দেশের ঘোষণায়। বিজ্ঞানীরা বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা গেলে তা মানবজাতিকে জলবায়ুর সবচেয়ে খারাপ প্রভাব এড়াতে সাহায্য করবে। বিশ্ব নেতারা ২০১৫ সালে ব্যাপক নির্গমন হ্রাসের মাধ্যমে ১.৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিশ্বকে উষ্ণতা বৃদ্ধি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সর্বশেষ খবর