বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কলকাতার মেয়র প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়

কলকাতার মেয়র প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়

কলকাতার পরবর্তী মেয়র হিসেবে কি ভারতের সাবেক মন্ত্রী তথা গায়ক-অভিনেতা বাবুল সুপ্রিয়কে দেখা যাবে? এমন জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে  তৃণমূল কংগ্রেসের অন্দরে। জল্পনা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারে বাবুল কলকাতার মেয়র পদের দৌড়ে এগিয়ে রয়েছেন। দলের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আর ওই পদে ফিরবেন না। একটা সময়ে জল্পনা ছিল, বাবুল রাজ্যের মন্ত্রী হবেন বা রাজ্যসভায় যাবেন। কিন্তু সদ্যসমাপ্ত উপনির্বাচনে দল বাবুলকে দাঁড় করায়নি। রাজ্যসভার দুইটি খালি আসনেও অন্যদের মনোনয়ন দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের দাবি, দলের নেত্রী মমতা ব্যানার্জির অনুমোদন পেলেই বাবুলের নাম ঘোষণা করে দেওয়া হবে। প্রসঙ্গত, কলকাতায় ভোট হওয়ার কথা আগামী ১৯ ডিসেম্বর।

সর্বশেষ খবর