শিরোনাম
বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

করাচিতে রহস্যজনক রোগের বিস্তার

ডেঙ্গু জ্বর নয়। কিন্তু এই জ্বরের মতোই রহস্যময় এক জ্বরের দ্রুত বিস্তার ঘটছে পাকিস্তানের বন্দরনগরী করাচিতে। মশার কামড়ে এই জ্বর হচ্ছে। কিন্তু ম্যালেরিয়া, ডেঙ্গু বা সংশ্লিষ্ট অন্য কোনো রোগের পরীক্ষায় রেজাল্ট আসছে নেগেটিভ। বিষয়টি ভাবিয়ে তুলেছে স্থানীয়দের। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্কদের মধ্যে এই জ্বর দেখা দিচ্ছে। এর লক্ষণও ডেঙ্গু জ্বরের মতো।

এই রোগ হলে দেখা দিচ্ছে, মাথা ব্যথা, উচ্চ মাত্রায় জ্বর। আক্রান্ত ব্যক্তিদের ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া বা মশাবাহিত অন্য রোগের পরীক্ষা করা হচ্ছে। কিন্তু তাতে রিপোর্ট আসছে নেগেটিভ। উপায়হীন মেডিকেল বিশেষজ্ঞরা জনগণকে এক্ষেত্রে মশার কামড় থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ খবর