বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বায়ুদূষণের মুখে দিল্লির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বায়ুদূষণে ওষ্ঠাগত দিল্লির মানুষের প্রাণ। কিছুতেই কাজ হচ্ছে না, অগত্যা ফের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নোটিস জারি করা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়। আনন্দবাজার।

খবরে বলা হয়েছে, বায়ুদূষণের কারণে দিল্লি ও এর লাগোয়া শহরগুলোর স্কুল কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার কথা জানাল ভারতের বাতাসের মান নির্ণায়ক কেন্দ্রীয় কমিশন (সিএকিউএম)। করোনা মহামারীর সময়ের মতো আবারও শুধু অনলাইন ক্লাসে ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের।

৯ পৃষ্ঠার নির্দেশনায় বলা হয়েছে, এনসিআর-এর অন্তর্ভুক্ত রাজ্যগুলোকে (দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ) তাদের সরকারি কর্মীদের অন্তত ৫০ শতাংশ ২১ নভেম্বর পর্যন্ত বাড়িতে থেকে যেন কাজ করেন। বেসরকারি সংস্থাগুলোকেও একই নির্দেশনা পালনে উৎসাহিত করার কথা বলা হয়েছে। ১০ ও ১৫ বছরের বেশি পুরনো গাড়ি রাস্তায় নামা নিষিদ্ধ।

দূষণ সংক্রান্ত কাগজপত্র ছাড়া কোনো গাড়ি রাস্তায় বার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া এনসিআর-এ অবস্থিত ১১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে মাত্র পাঁচটি আপাতত সচল থাকবে।

 

সর্বশেষ খবর