শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১৫

সুদানে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী খার্তুম এবং অন্যতম শহর বাহরি ও ওমদুরমানে লাখো মানুষের বিক্ষোভে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে হতাহত হন তারা। একই দাবিতে গতকালও বিক্ষোভ হয়েছে। গত ২৫ অক্টোবর সুদানের কোয়ালিশন সরকার ভেঙে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

 এরপর পর থেকে বেসামরিক কর্তৃপক্ষের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তর ও অভ্যুত্থানের নেতাদের বিচারের দাবিতে আন্দোলন চলছে।

এদিকে সামরিক নেতা শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো বাধা নেই আর সেনাবাহিনী বিক্ষোভকারীদের হত্যা করে না।

সর্বশেষ খবর