রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নেদারল্যান্ডসে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভে গুলি

করোনার নতুন বিধিনিষেধের বিরোধিতায় বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস। প্রতিবাদকারীদের দমাতে পুলিশ ফাঁকা গুলিও ছোড়ে। একপর্যায়ে পুলিশের গাড়ি এবং রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের রটারডাম শহরে আন্দোলনকারীরা রাস্তায় নামলে সংঘাতে জড়িয়ে পড়ে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় ফাঁকা গুলি এবং জলকামান ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়কজন আহত হন। আন্দোলনকারীরা বলেছেন, সরকার ‘কোভিড পাস’ কার্ডের পরিকল্পনা নিয়েছে। তারা আরও বলেছেন, আসন্ন নবর্বষ উপলক্ষে আতশবাজি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

সর্বশেষ খবর