সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সরকারি কর্মচারীদের বকেয়া বেতন দিচ্ছে তালেবান

অবশেষে সরকারি কর্মচারীদের বকেয়া বেতন দেওয়া শুরু করেছে তালেবান সরকার। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর থেকেই দেখা দেয় চরম বিশৃঙ্খলা। বন্ধ থাকে ব্যাংকিং কার্যক্রম। বিশেষ করে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আফগানিস্তানের অর্থ জব্দ ও সহায়তা বন্ধ করে দেওয়ার পর দেখা দেয় তীব্র অর্থনৈতিক সংকট। এতে আটকে যায় সরকারি কর্মচারীদের বেতন-ভাতাও। তবে দীর্ঘদিন পর সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার খবর এলো তালেবান সরকারের কাছ থেকে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকে সরকারি কর্মীদের বকেয়া বেতন দেওয়া শুরু হয়েছে তালেবান। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ ওয়ালি হাকমাল জানান, আজ থেকে আমরা বেতন দেওয়া শুরু করছি। প্রথম দফায় তিন মাসের বেতন মিটিয়ে দেওয়া হবে।

এদিকে, চলতি বছরের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বেশির ভাগ সরকারি কর্মী এখনো কাজে ফিরতে পারেননি।

এমনকি তালেবানরা ক্ষমতা দখলের কয়েক মাস আগে থেকেই দেশটির সরকারি কর্মীরা বেতন পাচ্ছিলেন না। বিশেষ করে দেশটির গ্রামাঞ্চলের সরকারি কর্মীদের কয়েক মাস ধরে বেতন পাচ্ছিলেন না।

জানা গেছে, দেশটিতে বেশিরভাগ সরকারি কর্মচারী এখনো কাজে ফিরতে পারেনি। তাছাড়া তালেবানর ক্ষমতা দখল করার আগে থেকেই অনেককে কয়েক মাস ধরে বেতন দেওয়া হয়নি।

সর্বশেষ খবর