শিরোনাম
মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

টিভি নাটকে নারী নিষিদ্ধ

তালেবানের ঘোষণা

আফগানিস্তানে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে দেশটির তালেবান সরকার। নতুন নিয়ম অনুযায়ী নারী সাংবাদিক ও উপস্থাপকদের পর্দায় হিজাব পরে উপস্থিত হতে বলা হয়েছে। বিবিসি জানিয়েছে, আফগানিস্তানে নতুন ‘ধর্মীয় নীতিমালা’ প্রকাশ করেছে তালেবান সরকার। এই নীতিমালায় টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নাটক বা কোনো অনুষ্ঠানে নারীদের দেখানো যাবে না। গত রবিবার আফগানিস্তানের নীতিনৈতিকতা-বিষয়ক মন্ত্রণালয় এসব নির্দেশনা জারি করে। চলতি বছর ক্ষমতায় আসার পর এই প্রথম আফগান গণমাধ্যমগুলোর ওপর নিয়মনীতি চাপিয়ে দিল তালেবান। এছাড়া যেসব বিদেশি ফিল্ম বিদেশি মূল্যবোধ প্রচার করে সেগুলো সম্প্রচার করা যাবে না।

আফগান টেলিভিশন চ্যানেলগুলো বেশির ভাগ ক্ষেত্রে বিদেশি নাটক প্রচার করে, সেগুলোর কেন্দ্রীয় চরিত্রে থাকে নারী। আফগান সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের সদস্য হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদি বলেছেন, নতুন বিধিনিষেধের ঘোষণা অপ্রত্যাশিত। তিনি বলেন, নতুন নিয়মের কয়েকটি বাস্তবিক নয় আর এগুলো বাস্তবায়ন করা হলে সম্প্রার বন্ধ করে দিতে হবে। তালেবানের দাবি, নারীদের কাজ এবং শিক্ষার ওপর নিষেধাজ্ঞা সাময়িক। কর্মক্ষেত্র এবং শিক্ষার ‘নিরাপদ’ পরিবেশ নিশ্চিতের পরই এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয় আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর