বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
ইস্টার সানডে হামলা

শ্রীলঙ্কায় ২৫ অভিযুক্তের বিচার শুরু

শ্রীলঙ্কায় ২০১৯ সালের ২১ এপ্রিল তিনটি গির্জা ও তিনটি হোটেল  লক্ষ্য করে চালানো সিরিজ বোমা হামলায় ৪৫ বিদেশিসহ ২৬৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৪০ শিশুও ছিল।

গতকাল সকালে ব্যাপক পুলিশি পাহারায় ভিন্ন ভিন্ন কারাগার থেকে কয়েকজন করে সন্দেহভাজনদের কলম্বো হাই কোর্টে হাজির করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ এ সন্দেহভাজনদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, হামলায় সহায়তা ও প্ররোচনা, অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহসহ ২৩ হাজারের বেশি অভিযোগ এনেছে। যে ২৫ জনের বিচার শুরু হয়েছে তাদের মধ্যে মোহাম্মদ নাউফের নামে এক ব্যক্তিও আছেন, যাকে বলা হচ্ছে ইস্টার সানডের হামলার ‘মাস্টারমাইন্ড’; নাউফেরের সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের যোগাযোগ ছিল।  গতকাল সশস্ত্র পুলিশ তাকে কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় আদালতে হাজির করে। ভয়াবহ ওই হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে শ্রীলঙ্কার দুই সাবেক সরকারি কর্মকর্তারও বিচার শুরু হয়েছে।

সর্বশেষ খবর