বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে পুনর্বহাল করছে সেনাবাহিনী

সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে পুনর্বহাল করছে সেনাবাহিনী

এক মাস আগে সামরিক অভ্যুত্থানে উৎখাত হওয়া সুদানের সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে পুনর্বহাল করতে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। গত মাসে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন আবদাল্লাহ হামদক। এরপর সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সেনাবাহিনী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে ক্ষমতায় পুনর্বহাল করার বিষয়ে একটি চুক্তি সই করেছে। তবে তাকে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান হিসেবে পুনর্বহাল করা হবে। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তিনি সুদানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে ২০২৩ সালে দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ঘোষণা দিয়েছিলেন হামদক।

চুক্তি স্বাক্ষরের পর হামদক বলেন, ‘সুদানের প্রতিটি নাগরিকের জীবন গুরুত্বপূর্ণ। চলুন আমরা রক্তপাত বন্ধ করে তরুণদের এ শক্তিকে উন্নয়নের কাজে লাগাই।’ বন্দীদের মুক্তি দেবে সেনাবাহিনী। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামদক জানান, সেনাবাহিনীর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তিনি স্বাধীনভাবে মন্ত্রণালয় গঠন করতে পারবেন। জানা গেছে, দেশটিতে চলমান বিক্ষোভে রক্তপাত ঠেকাতেই তিনি সেনাবাহিনীর সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন।

সর্বশেষ খবর