শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আম্বানিকে টপকে শীর্ষ ধনী আদানি

আম্বানিকে টপকে শীর্ষ ধনী আদানি

ছয় বছর ধরে ভারতের শীর্ষ ধনী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি। তিনি এশিয়ার ধনকুবেরদের মধ্যে শীর্ষে। কিন্তু এবার সেই শীর্ষ স্থান দখল করে নিয়েছেন ভারতের আদানি গ্রুপের মালিক গৌতম আদানি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বুধবার স্টক মার্কেটে আদানি গ্রুপের শেয়ারের চমকপ্রদ উত্থান এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের পতনের কারণে গৌতম আদানি এশিয়ার এক নম্বর ধনী হলেন। এর আগে মুকেশ আম্বানির সম্পদের মূল্য ছিল ৯১ বিলিয়ন ডলার। গৌতম আদানির সম্পদের পরিমাণ ছিল ৮৮ দশমিক ৮ বিলিয়ন ডলার। পরবর্তীতে ধীরুভাই-পুত্র তার সম্পত্তিতে ১ হাজার ৪৩০ কোটি ডলার যোগ করলে আদানিও তার সম্পদে ৫ হাজার ৫৫০ কোটি ডলার যোগ করে। শতাংশের নিরিখে দুই ভারতীয়ের সম্পদের তফাত আগে ২.৪ শতাংশের মতো থাকলেও গ্রুপ মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে গৌতম আদানি মুকেশ আম্বানিকে ছাড়িয়ে যান। রিলায়েন্সের শেয়ারের দাম ১.৭২ শতাংশ পড়ে যায়। অন্যদিকে আদানি গ্রুপের বিভিন্ন শেয়ারের দাম বাড়ে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার দাম বেড়েছে ২.৩৪%, আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের শেয়ারের দাম বেড়েছে ৪%।

অন্যদিকে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার, আদানি গ্রিন, আদানি টোটাল গ্যাস প্রভৃতি প্রতিষ্ঠানই লাভের মুখ দেখেছে। সংস্থাগুলো তাদের মোট বাজার মূলধনে যে টাকা যোগ করেছে, তা-ই গৌতম আদানিকে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি করে তুলেছে।  ভারতীয় গণমাধ্যম

সর্বশেষ খবর