শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
তালেবানের ভয়

দেশ ছাড়লেন সবুজ চোখের আফগান নারী

দেশ ছাড়লেন সবুজ চোখের আফগান নারী

গোটা বিশ্ব চেনে তাঁকে। সেই কবে ওয়ার ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি তুলেছিলেন সবুজ চোখের আফগান কিশোরীর মুখ। সেই থেকেই সারা পৃথিবীতে আফগান নারীর এক প্রতীকস্বরূপ হয়ে উঠেছেন শরবত গুল্লা। সেই শরবত গুল্লা এবার তালেবানি শাসনে বিধ্বস্ত আফগানিস্তান ছেড়ে উড়ে গেলেন ইতালি। সেখানেই বসত গড়বেন তিনি। তাঁকে সবরকম সাহায্য করতে রাজি ইতালি প্রশাসন।

১৯৮৪ সালে ‘ন্যাশনাল জিওগ্রাফিক’ পত্রিকার প্রচ্ছদে ছাপা হয়েছিল কিশোরী শরবতের মুখ। মুহূর্তে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছে যান। পরে ২০০২ সালে ফের তাঁকে খুঁজে বের করেন ম্যাককারি। ২০১৪ সালে দেশ ছেড়ে পাকিস্তানে চলে যান শরবত। কিন্তু সেখানে তাঁর অভিজ্ঞতা খুব সুখকর নয়। ভুয়া পরিচয়পত্র রাখার অভিযোগ তোলা হয় তাঁর বিরুদ্ধে। এরপরই তিনি ফের ফিরে আসেন নিজের দেশে। গত আগস্টে আফগানিস্তান দখল করেছিল তালেবান। এবার অন্য অনেকের মতো দেশ ছেড়েছেন শরবত গুলাও।

সর্বশেষ খবর