রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সেনা পোশাকে যুদ্ধে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

সেনা পোশাকে যুদ্ধে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর পোশাক পরেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। এই পোশাকে সেনাদের সঙ্গে বিদ্রোহী টাইগ্রে বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়েছেন তিনি। এমন ভিডিও পোস্ট করে তিনি বিজয় দাবি করেছেন। বলেছেন, তার সেনাদের মনোবল চাঙ্গা আছে। অন্যদিকে পিছু হটেছে টাইগ্রে বাহিনী। রাষ্ট্র সংশ্লিষ্ট মিডিয়ায় প্রচারিত ভিডিওতে বলা হয়েছে, এ সপ্তাহে তিনি সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তারপর এটাই তার প্রথম বার্তা। বুধবার তিনি যুদ্ধে যোগ দিয়েছেন বলে জানানো হয়। তার আগে রাষ্ট্রীয় দায়িত্ব তিনি তার ডেপুটিদের হাতে ন্যস্ত করেন। শুক্রবার এই ভিডিওতে দেখা যায়, ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আবি আহমেদ সামরিক কর্মকর্তাদের সঙ্গে হেঁটে যাচ্ছেন। তার পরনে সেনাবাহিনীর পোশাক। টাইগ্রে অঞ্চল থেকে ক্ষমতাসীন দল টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টকে (টিপিএলএফ) সরিয়ে দিতে ২০২০ সালের নভেম্বরে সেখানে সেনা পাঠান আবি আহমেদ। তারপর থেকে উভয় পক্ষের মধ্যে লড়াই তীব্র হয়েছে।  এরই মধ্যে এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

কমপক্ষে ২০ লাখ মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

সর্বশেষ খবর