রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ওমিক্রনের ধাক্কায় তেলবাজারে ধস স্থগিত বাণিজ্য সংস্থার সম্মেলন

করোনার নতুন ধরন ওমিক্রন ছড়ানোর খবর সামনে আসতেই কমতে শুরু করে জ্বালানি তেলের দাম। শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশের বেশি। মার্কিন তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৬৮ দশমিক ১৫ ডলার। আর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১২ শতাংশ কমে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৭২ দশমিক ৭২ ডলারে। এদিকে ওমিক্রন আতঙ্কে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে বিশ্ব বাণিজ্য সংস্থার-ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের কনফারেন্স। চার বছর পর বিশ্ব বাণিজ্য সংস্থার এই বৃহৎ সম্মেলন (এমসি১২) হওয়ার কথা ছিল শুক্রবার। মৎস্য খাতে ভর্তুকি দেওয়ার মতো বিভিন্ন ইস্যুতে অগ্রগতির চেষ্টা করে অচল অবস্থায় আছে এই সংগঠন। ওমিক্রনের ধাক্কায় অস্থির হয়ে উঠেছে শেয়ারবাজারও।

এদিন ইউরোপীয় শেয়ারবাজারগুলোর সময় কেটেছে বিগত ১৭ মাসের মধ্যে সবচেয়ে খারাপ।

ডব্লিউটিওর নতুন মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা বলেছেন, সম্মেলন স্থগিত করার এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তিনি আরও বলেন, তা সত্ত্বেও একজন মহাপরিচালক হিসেবে আমার অগ্রাধিকার এমসি ১২-এর সব অংশগ্রহণকারীর স্বাস্থ্য ও নিরাপত্তা। এর মধ্যে আছেন মন্ত্রী, প্রতিনিধিরা এবং নাগরিক সমাজের সদস্যরা। পূর্ব সতর্কতার দিক দিয়ে আমাদেরকে এমন সিদ্ধান্ত নেওয়াই ভালো।

সর্বশেষ খবর