রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ইসরায়েলের সঙ্গে চুক্তি, উত্তাল জর্ডান

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল জর্ডান। মূলত ইহুদিবাদী দেশটির সঙ্গে ‘পানির বিনিময়ে বিদ্যুৎ’ চুক্তি করার প্রতিবাদে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে আন্দোলন করছে জর্ডানের মানুষ। শুক্রবার রাজধানী আম্মানের রাজপথে এই আন্দোলনে অংশ নেয় দেশটির ইসলামপন্থি, বামপন্থি ও বিভিন্ন আদিবাসী দলও।  আন্দোলনকারীদের দাবি, চুক্তির মাধ্যমে প্রতিবেশী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে জর্ডান সরকার। এতে ইহুদিবাদী দেশটির ওপর নির্ভরশীলতা তৈরির শঙ্কা রয়েছে।

 উল্লেখ্য, গত সোমবার দুবাইয়ে প্রজেক্টটির প্রাথমিক কাগজপত্রে স্বাক্ষর করেন জর্ডানের পানিবিষয়ক মন্ত্রী ও ইসরায়েলের জ্বালানি মন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতও চুক্তিতে স্বাক্ষর করে। মূলত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়ই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

সর্বশেষ খবর