রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পুরসভা নির্বাচন নিয়ে জমজমাট কলকাতা

ফের ভোটের  হাওয়ায় উত্তাল পশ্চিমবঙ্গ। এবার স্থানীয় প্রশাসন অর্থাৎ পুরসভা নির্বাচন। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন কলকাতায় ভোটের তারিখ ঘোষণা করেছে। ১৯ ডিসেম্বর ১৪৪ ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে। ভোটার সংখ্যা ৪০ লাখের উপরে। মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি, দৌড়ে রয়েছে বামরাও। বিধানসভা ভোটের মতো এই নির্বাচনে বামদের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে না। দুই শিবির আলাদাভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার বামরা ১২৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ১৭টি আসন তারা কংগ্রেস ও সমমনোভাবাপন্ন দলগুলোর জন্য ফাঁকা রেখেছে। যদিও কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কল্লোল মজুমদার বলেছেন, ‘আমরা ৭২ আসনে জিতে বোর্ড গঠনের দাবি করছি না। ৪০-৪৫ আসনে লড়াইয়ের জায়গায় আছি।’ ধারণা করা হচ্ছে তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না অন্য দলগুলো।

সর্বশেষ খবর