সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

যুক্তরাজ্যে মাস্ক ফের বাধ্যতামূলক হচ্ছে

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় মঙ্গলবার থেকে ইংল্যান্ডের দোকানে এবং গণপরিবহনে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তিনি বলেন, যুক্তরাজ্যে প্রবেশ করা প্রত্যেকের জন্য পিসিআর পরীক্ষা শিগগিরই চালু করা হবে। এসব পদক্ষেপ নেওয়া হলে আসন্ন ক্রিসমাস সবাই পরিবারের সঙ্গেই উদযাপন করতে পারবেন বলে জানান জাভিদ। স্কাই নিউজকে জাভিদ বলেন, মঙ্গলবার থেকে মুখে মাস্ক পরার নিয়ম চালু করা হবে। তবে নতুন নেওয়া সব পদক্ষেপ আবার কয়েক সপ্তাহের মধ্যেই তুলে নেওয়া হবে বলে আশা করছেন তিনি। বিবিসির অ্যান্ড্রু মার শোতে তিনি বলেন, ‘আমাদের এসব পদক্ষেপ নেওয়ার কারণ হলো, এতদিন আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধরে রাখা, যাতে আমরা সবাই আমাদের নিজ নিজ পরিবারের সঙ্গে আসন্ন ক্রিসমাস উদযাপন করতে পারি।’ জাভিদ জানান, সরকার যখনই প্রয়োজন মনে করবে তখনই দ্রুত সঠিক ব্যবস্থা নেবে।

সর্বশেষ খবর