বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

গোটা ভারতে এনআরসি চালু এখনই নয়

সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

কলকাতা প্রতিনিধি

ভারতের কেন্দ্রীয় সরকার লোকসভায় জানিয়েছে, দেশজুড়ে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তৈরি করার বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মঙ্গলবার লোকসভার অধিবেশন চলাকালীন কংগ্রেস সংসদ সদস্য হিবী ইডেনের এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানান দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। রাই বলেন, ‘এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) চালু করার কোনো সিদ্ধান্ত নেয়নি।’ কেরলের কংগ্রেস সাংসদ হিবী ইডেন জানতে চান যে, সরকার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাস্তবায়নের কথা বিবেচনা করছে কিনা? তার উত্তরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন-২০১৯ (সিএএ) কার্যকর করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৯ সালের ১২ ডিসেম্বর। এই আইন কার্যকর হয় ২০২০ সালের ১০ জানুয়ারি এবং সিএএ-এর আওতায় থাকা মানুষরা এই সম্পর্কিত নিয়ম-নীতি প্রণয়ের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। চলতি বছরের জুলাই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সিএএ সম্পর্কিত নিয়ম-নীতি (রুল ফ্রেম) তৈরির জন্য আরও ছয় মাস অতিরিক্ত সময় চেয়েছে। সেই সিএএ নিয়ম-নীতির তৈরির সময়সীমা শেষ হবে আগামী বছরের জানুয়ারি মাসে।

সর্বশেষ খবর