শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

‘ওমিক্রন’ ঠেকাতে সাউথ অস্ট্রেলিয়া সীমান্তে কড়াকড়ি

ভারতে ওমিক্রনের হানা, শনাক্ত ২

অস্ট্রেলিয়ান রাজ্য সাউথ অস্ট্রেলিয়া সরকার সীমান্তে নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে। করোনার সর্বশেষ সংক্রমণ ‘ওমিক্রন’ ঠেকাতে তারা এ উদ্যোগ নিয়েছে। সাউথ অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনার ওমিক্রন ধরন নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে সাউথ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্টিভেন মার্শাল ঘোষণা করেছেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যের সব ভ্রমণকারীকে সাউথ অস্ট্রেলিয়ায় আসার পর অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে।

এদিকে করোনাভাইরারাসে নতুন ধরন ওমিক্রন হানা দিয়েছে ভারতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দুজন রোগীর শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত দুই ব্যক্তি দেশটির কর্ণাটকের বাসিন্দা বলে জানানো হয়েছে। দেশের সীমানার মধ্যে করোনার এই নতুন ধরনের প্রথম শনাক্ত করা হলো।

বিশ্বব্যাপী এ ধরন নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গোপনীয়তা রক্ষার জন্য তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হবে না। দুই রোগীর সংস্পর্শে যারা এসেছে তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ খবর