সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারে বিক্ষোভে জান্তার গাড়ি, নিহত ৫

মিয়ানমারে বিক্ষোভে জান্তার গাড়ি, নিহত ৫

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী একটি বিক্ষোভে গাড়ি তুলে দিয়ে পাঁচজনকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় আহতও হয়েছেন অনেকে। গতকাল সকালে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ বিক্ষোভকারীকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে থাকা দুজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ইয়াঙ্গুনে সকালে একটি বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শুরুর কয়েক মিনিটের মাথায় তার ওপর গাড়ি তুলে দেয় সেনাবাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিক্ষোভে গাড়ি তুলে দিয়েই ক্ষ্যান্ত থাকেনি নিরাপত্তা বাহিনী। তারা  বেশকিছু বিক্ষোভকারীকে গ্রেফতারও করে। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করে এক বিক্ষোভকারী বলেন, ‘আমি ধাক্কা খেয়ে একটি ট্রাকের সামনে পড়ে যাই। একজন সেনাসদস্য তাঁর রাইফেল দিয়ে আমাকে পেটাতে শুরু করেন। দৌড়ে আমি নিজেকে রক্ষা করি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভের পেছনের দিক দিয়ে একটি বেসামরিক গাড়ি তুলে দেওয়া হয়। রয়টার্স

সর্বশেষ খবর