সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

তালেবানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র, ইইউ

আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যদের খুঁজে খুঁজে হত্যা ও গুম বন্ধে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, আফগানিস্তানের সাবেক সরকারি কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের কোনো ধরনের ক্ষতি না করার যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছিল, তা তাদের মেনে চলা উচিত। ‘বিচারবহির্ভূত হত্যা ও গুম-সংক্রান্ত যেসব খবর মিলছে তাতে আমরা গভীর উদ্বিগ্ন,’ বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আরও ২০টি দেশ। আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান আফগান নিরাপত্তা বাহিনীর শতাধিক সাবেক সদস্যকে হত্যা ও গুম করেছে। গত সপ্তাহে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত ওই প্রতিবেদনে তালেবানের ক্ষমতা দখলের চার মাসে একসময় আফগান নিরাপত্তা বাহিনীতে কর্মরত ১০০-এর বেশি সদস্যকে হত্যা ও গুমের বিস্তারিত তুলে ধরা হয়। বিবিসি।

সর্বশেষ খবর