মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

শলৎস কাল থেকে জার্মান চ্যান্সেলর

শলৎস কাল থেকে জার্মান চ্যান্সেলর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৬ বছর পর জার্মানিতে রাজনৈতিক পালাবদল হচ্ছে। মেরকেল শাসনের অবসান ঘটিয়ে চ্যান্সেলর হচ্ছেন ওলাফ শলৎস। করোনা সংকটসহ একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে চায় নতুন জোট।

গত সপ্তাহে দেশটির এসপিডি ও এফডিপি দল জোট গড়ে। গতকাল সবুজ দলও ভোটাভুটির মাধ্যমে সেই আনুষ্ঠানিকতা সেরে ফেলছে। ফলে তিন দলের ‘ট্রাফিক লাইট কোয়ালিশন’ আগামীকাল ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শেষ করে ফেলেছে। কাল জার্মান নিম্ন কক্ষ বুন্ডেসটাগ শলৎসকে চ্যান্সেলর হিসেবে নির্বাচিত করবে। নতুন মন্ত্রিসভাও সেদিন শপথ নিতে পারে। তার আগে আজ তিন দল ১৭৭ পাতার কোয়ালিশন চুক্তি স্বাক্ষর করবে। তিনি বৃহস্পতিবারই পার্লামেন্টে চ্যান্সেলর হিসেবে প্রথম ভাষণ  দিতে পারেন।

সর্বশেষ খবর