বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

দুই বছর কমল সু চির শাস্তি

দুই বছর কমল সু চির শাস্তি

মিয়ানমারের নেত্রী অং সান সু চির কারাবাসের সময় কমাল জান্তা সরকারের আদালত। সোমবার দেওয়া রায়ে চার বছরের কারাদণ্ড গতকাল সেই শাস্তি কমিয়ে দুই বছর করা হয়েছে বিশ্বের প্রতিক্রিয়া : সু চির শাস্তি ঘোষণা হওয়ার পরে নিন্দার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে। ‘সু চির বিরুদ্ধে কতগুলো বোকা বোকা বোগাস মামলা করা হয়েছিল।’ প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সু চির শাস্তি ঘোষণা হওয়ার পরেই এই বিবৃতি প্রকাশ করেছে তারা। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক জোসেপ বরেল নিন্দা করে বলেছেন, এই শাস্তি রাজনৈতিক। ইউরোপীয় ইউনিয়নের তরফে অবিলম্বে সু চির মুক্তির দাবি করা হয়েছে। বস্তুত, প্রয়োজনে মিয়ানমারের বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞার হুমকিও দিয়ে রেখেছে ইইউ।

জাতিসংঘ জানিয়েছে, সু চির বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর