বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
ওমিক্রনের বিস্তার

ইংল্যান্ডে ফের বিধিনিষেধ আসছে

করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় ইংল্যান্ডে নতুন করে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে বরিস জনসনের সরকার। একইসঙ্গে এই শীতে কভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘প্ল্যান বি’ প্রয়োগের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। স্কাই নিউজ জানায়, ডাউনিং স্ট্রিট মনে করে নতুন শনাক্ত হওয়া করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও অধিক সংক্রামক। ব্রিটেনজুড়ে এরই মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে ভয়াবহ এই ভ্যারিয়েন্ট। ফলে ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে কঠিন পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সূত্র জানায়, এ সপ্তাহেই প্ল্যান বি প্রয়োগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর ফলে দেশটিতে চালু হচ্ছে কভিড ভ্যাকসিন পাসপোর্ট। একই সঙ্গে কয়েক মিলিয়ন ব্রিটিশের জন্য ‘বাড়ি থেকে কাজের’ নির্দেশ জারি করা হবে। ইংল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তা ক্রিস হোয়াইটি, প্রধান বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্সের থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রিসভা।

সর্বশেষ খবর