বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
ভারতে কৃষক হত্যা

পরিকল্পিত ষড়যন্ত্র ছিল মন্ত্রীর ছেলের

ভারতের উত্তর প্রদেশে লাখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনাটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছে পুলিশের একটি বিশেষ তদন্ত দল। ওই মামলায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ মিশ্র।

মামলাটির তদন্ত কর্মকর্তারা এক বিচারককে লিখিতভাবে জানিয়েছেন তারা আশিষ মিশ্রের বিরুদ্ধে আনা অভিযোগে বদল আনতে চান। আশিষ মিশ্র এবং অন্য আসামিরা এখনই হত্যা এবং ষড়যন্ত্রের অভিযোগ মোকাবিলা করছেন।

লাখিমপুর খেরিতে গত ৩ অক্টোবর কৃষক বিক্ষোভে গাড়ী চালিয়ে চার কৃষককে হত্যা করা হয়। গাড়িটি চালাচ্ছিলেন আশিষ মিশ্র। এরপর তৈরি হওয়া সহিংসতায় আরও চার জন নিহত হয়।

এদের মধ্যে এক সাংবাদিকও ছিলেন। ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কৃষকদের ওপর দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে দেওয়া হয়। এতে ভারতে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর