শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারতে মেয়েদের বিয়ের বয়স হচ্ছে ২১ বছর

ভারতে এত দিন ১৮ বছর হলেই মেয়েরা বিয়ে করতে পারতেন। এখন তাদের বিয়ের ন্যূনতম বয়স হবে ২১। মেয়েদের স্বাস্থ্য, পুষ্টি, সন্তান ধারণের বিষয় মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি মন্ত্রিসভা। এবার এ সিদ্ধান্ত রূপায়ণ করতে শিশু বিবাহ আইন, বিশেষ বিবাহ আইন ও হিন্দু বিবাহ আইন সংশোধন করবে সরকার। সংসদে তা পাস হওয়ার পর নতুন ব্যবস্থা চালু হবে। ছেলেদের ক্ষেত্রেও বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর। প্রজাতন্ত্র দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছিলেন, মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হবে। তারপর এ নিয়ে নীতি আয়োগের একটি টাস্কফোর্স গঠন করা হয়। তারা বয়স বাড়ানোর পক্ষে মত দেয়।

সর্বশেষ খবর