রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বুস্টার ডোজে গুরুতর অসুস্থতা থেকে সুরক্ষা ৮৫ ভাগ : গবেষণা

বুস্টার ডোজ করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিরুদ্ধে কতটা কার্যকর তা পর্যালোচনা করে দেখা যুক্তরাজ্যের একদল গবেষক বলছেন, টিকার এই অতিরিক্ত ডোজ গুরুতর অসুস্থতা থেকে ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে। এই হার করোনাভাইরাসের আগের ভ্যারিয়েন্টগুলোর ক্ষেত্রে প্রচলিত টিকাগুলো যে সুরক্ষা দেয়, তার চেয়ে খানিকটা কম। তা সত্ত্বেও বুস্টার ডোজের সুরক্ষা অসংখ্য মানুষকে হাসপাতালের বাইরে রাখতে পারবে। ওমিক্রন সম্বন্ধে জানা সামান্য তথ্যের ওপর ভিত্তি করে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একদল গবেষক বুস্টারের কার্যকারিতা বিষয়ে এ ধারণা দিয়েছেন। গবেষকরা বলছেন, দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন এই ভ্যারিয়েন্ট বিষয়ে আরও তথ্য না পাওয়া পর্যন্ত তাদের মডেলিং নিয়ে ‘ব্যাপক মাত্রার অনিশ্চয়তা’ থেকেই যাচ্ছে। বিবিসি, এনডিটিভি।

সর্বশেষ খবর