রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
পিউর গবেষণা

বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম

পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে, আগামী ২০৭৫ সালের মধ্যে ইসলামই হবে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম। সংস্থাটির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সংস্থাটি দাবি করছে, ‘খ্রিস্টান ধর্ম এখনো পৃথিবীর বৃহৎ ধর্ম। তবে ২১ শতাব্দীর শেষদিকে গিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাবে ইসলাম ধর্ম।

২০১৫ সালের এক গবেষণা শেষে পিউ জানায়, এখন যেভাবে বাড়ছে সেভাবে মুসলিম বৃদ্ধির ধারা বজায় থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বে খ্রিস্টান ও মুসলিমের সংখ্যা সমান সমান পর্যায়ে চলে যাবে।

সর্বশেষ খবর