বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মঙ্গলে অগ্নিগিরি!

মঙ্গলে অগ্নিগিরি!

একসময় সেখানেও অগ্ন্যুৎপাত হতো! অগ্নিগিরির গা বেয়ে নেমে আসত গলিত লাভা! এমন চমকপ্রদ তথ্য পৃথিবীবাসীর কাছে পাঠিয়েছে মঙ্গলচারী রোভার পারসিভিয়ারেন্স। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, পারসিভিয়ারেন্সের এমন বিস্ময়কর আবিষ্কার বিজ্ঞানীদের কাছে ‘একেবারেই অপ্রত্যাশিত’ ছিল। এর আগে তারা ভেবেছিলেন, লাল গ্রহ থেকে রোভারটি যেসব পাথরের ছবি পাঠিয়েছে যেগুলো হতে পারে পলিমাটির চাঁই। মঙ্গলের ‘জিজেরো ক্র্যাটার’ এলাকার প্রাচীন হ্রদ থেকে পাঠানো সেই নমুনা-পাথরের ছবি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না। গত এপ্রিলে ওই এলাকার ‘কোডিয়াক’ পাহাড়ের সমতলীয় চূড়া থেকে সেই ছবিগুলো তোলা হয়। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির পারসিভিয়ারেন্স প্রকল্পের বিজ্ঞানী কেন ফারলে গণমাধ্যমকে বলেন, ‘আমি হতাশ হয়ে পড়েছিলাম এ কারণে যে, ভেবেছিলাম এ প্রশ্নের উত্তর হয়তো কখনোই মিলবে না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর