বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

জার্মানি-রাশিয়া সম্পর্কে ধস

জার্মানি-রাশিয়া সম্পর্কে ধস

দ্রুত মস্কো ছেড়ে চলে যেতে হবে দুই জার্মান কূটনীতিককে। জার্মান রাষ্ট্রদূতকে ফোন করে এ কথা জানিয়ে দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। যা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। ২০১৯ সালে বার্লিনে এক সাবেক চেচেন কমান্ডার খুন হন। সম্প্রতি সেই মামলার রায় দিয়েছে বার্লিনের আদালত। দোষী সাব্যস্ত হয়েছে এক রাশিয়ার নাগরিক। জার্মানির অভিযোগ, রাশিয়ার গোয়েন্দা বিভাগ এবং দূতাবাসের দুই কূটনীতিকের মদদে ওই খুন হয়েছিল। এরপরই গত সপ্তাহে দুই রাশিয়ার রাষ্ট্রদূতের বিরুদ্ধে পার্সোনা নন গ্রাটা বা বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেয় জার্মানি। অর্থাৎ, তারা আর বার্লিনে থাকতে পারবেন না। জার্মানির এই পদক্ষেপ ভালো চোখে দেখেনি রাশিয়া। ঘটনার পরই তারা জানিয়ে দেয়, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে এ কাজ করছে জার্মানি। এর ফলে দুই দেশের সম্পর্ক খারাপ হবে বলে তারা হুঁশিয়ারি দেয়। একই হুমকি দিয়েছে জার্মানি।

সর্বশেষ খবর