বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে ৭৩% ওমিক্রনে সংক্রমিত

যুক্তরাষ্ট্রে ৭৩% ওমিক্রনে সংক্রমিত

যুক্তরাষ্ট্রে এবার ভীতি ছড়াচ্ছে ওমিক্রন। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, গত শনিবার শেষ হওয়া সপ্তাহে দেশটিতে নতুন শনাক্ত করোনা রোগীর মধ্যে ৭৩ দশমিক ২ শতাংশই ওমিক্রন ধরনে সংক্রমিত। সিডিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চল, যেমন প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম, দক্ষিণ ও মধ্য-পশ্চিমের কিছু অংশে নতুন শনাক্ত করোনা রোগীর ৯০ শতাংশের বেশি ওমিক্রন ধরনে সংক্রমিত। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রনে সংক্রমিত রোগী শনাক্তের হার ঊর্ধ্বমুখী। করোনার এ ধরনের কারণে কোথাও কোথাও রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হচ্ছেন। এ অবস্থায় কিছু দেশ আবার কঠোর বিধিনিষেধ জারি করতে বাধ্য হচ্ছে। যুক্তরাজ্যে ওমিক্রনের উচ্চ সংক্রমণ হার দেখা যাচ্ছে। দেশটিতে এ ধরনের সংক্রমিত রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হচ্ছেন। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১২ জন ওমিক্রনের সংক্রমণে মারা গেছেন। দেশটিতে এ ধরনের নতুন ঢেউ আসতে পারে বলে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ওমিক্রনে সংক্রমিত হয়ে প্রথম কারও মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর