বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

১১ বিলিয়ন ডলারেরও বেশি ট্যাক্স দিচ্ছেন ইলন মাস্ক

১১ বিলিয়ন ডলারেরও বেশি ট্যাক্স দিচ্ছেন ইলন মাস্ক

বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প পদ্মা সেতু। তাতে খরচ প্রথম অবস্থায় ছিল দেড় বিলিয়ন ডলার বর্তমানে তা বেড়ে সাড়ে ৩ বিলিয়ন ডলার হয়েছে। আর বিশ্বের ধনী ব্যক্তি ইলন মাস্ক এ বছর ১১ বিলিয়ন ডলারের বেশি ট্যাক্স দিবেন। বুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ২৪৩ বিলিয়ন ডলার। সম্প্রতি ট্যাক্সের বিষয়ে সামাজিক মাধ্যমে বিতর্কে জড়ান ইলন। চলতি সপ্তাহে তার ট্যাক্সের বিষয়ে সমালোচনা করে টুইট করেন ডেমোক্র্যাটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন। তিনি টুইট করেন, “আসুন কারচুপি করা ট্যাক্স কোডটি পরিবর্তন করি যাতে ‘দ্য পার্সন অফ দ্য ইয়ার’ প্রকৃতপক্ষে কর প্রদান করে এবং অন্য সবাইকে ফ্রিলোড করা বন্ধ করে।” এরপরই ইলন মাস্ক তার ট্যাক্সের হিসাব প্রকাশে আনেন। তিনি টুইটে লেখেন, ‘ইতিহাসে যে কোনো আমেরিকানের চেয়ে আমি এবার বেশি কর দেব।’ বিবিসি

সর্বশেষ খবর