বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে তেল শোধনাগারে আগুনে নিহত ৩, দগ্ধ ৪৪

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল করপোরেশন-আইওসিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। গতকালের এ ঘটনায় তিনজন নিহত এবং আহত হয়েছেন আরও অন্ততপক্ষে ৪১ জন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।

জানা গেছে দুপুরের দিকে আইওসিতে শাটডাউনের কাজ চলার সময় রিফাইনারির ডিএইচডি ব্লকে মোটর স্পিরিট অর্থাৎ পেট্রোল তৈরির ইউনিটের একটি কলমে অগ্নিকান্ড ঘটে। তাতে ৪৪ জন শ্রমিক দগ্ধ হন। প্রথমে তাদের সবাইকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বেশির ভাগ শ্রমিকের শরীরের শতকরা ৭০ ভাগ ঝলসে গেছে। এর মধ্যে ৩৭ জনের অবস্থার অবনতি হওয়ায় কলকাতার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার মধ্যে সাতজনের অবস্থা অত্যন্ত সংকটজনক।

এ দুর্ঘটনার পরই টুইট করে নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সর্বশেষ খবর