শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ওমিক্রনের পর ডেলমিক্রন

দক্ষিণ আফ্রিকা থেকে উদ্ভূত করোনাভাইরাসের এই নতুন প্রজাতি ইউরোপ এবং আফ্রিকায় তো আরও মারাত্মক প্রভাব ফেলেছে। এদিকে ওমিক্রন আতঙ্কের মধ্যেই নতুন এক নাম শোনা গেল ডেলমিক্রন। কী এই ডেলমিক্রন, এ কি ওমিক্রনের দোসর? করোনা ভাইরাসের কোনো নতুন মিউটেশন? না, ঠিক তা নয়। এই শব্দের উদ্ভব হয়েছে ডেল্টা এবং ওমিক্রনের মিশেলে। এ কথা জানিয়েছেন ভারতের মহারাষ্ট্রের কভিড টাস্কফোর্সের সদস্য ড. শশাঙ্ক জোশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর