রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

রুশ সেনারা ইউক্রেন সীমান্ত ছাড়ছে

সীমান্তের কাছে মাসব্যাপী সামরিক মহড়ার পর অবশেষে নিজেদের স্থায়ী ঘাঁটিতে ফিরতে শুরু করেছে রুশ সেনারা। গতকাল রাশিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১০ হাজারেরও বেশি রুশ সেনা তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাচ্ছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়ার পাশাপাশি দক্ষিণ রাশিয়ার সীমান্তবর্তী রোস্তভ ও কুবান অঞ্চলেও এই মহড়া অনুষ্ঠিত হয়।

ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণ সীমান্তে হাজার হাজার সেনাসদস্য নিয়ে রাশিয়ার এই মহড়ায় পশ্চিমা দুনিয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। ওই মহড়া থেকে রাশিয়ায় ইউক্রেনে হামলা করতে পারে; এমন আশঙ্কা করছিল পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়ার বক্তব্য ছিল, নিজ দেশের যে কোনো স্থানে সামরিক বাহিনী মোতায়েনের অধিকার তাদের রয়েছে। বৃহস্পতিবার নিজের বার্ষিক সংবাদ সম্মেলনেও কথা বলেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চায় না মস্কো। তবে দেশটির বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অসম্ভব। দুই দেশের সম্ভাব্য সংঘাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘এটি আমাদের পছন্দ নয়, আমরা কখনোই চাই না’। পুতিনের দাবি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উগ্র জাতীয়তাবাদী শক্তি দ্বারা প্রভাবিত। ডনবাসে লড়াই বন্ধ এবং সেখানকার দুইটি বিচ্ছিন্ন অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ না রাখতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ২০১৫ সালে সম্পাদিত চুক্তির প্রতিশ্রুতি কিয়েভ ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট। রয়টার্স।

সর্বশেষ খবর