রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ফের করোনার হানা মার্কিন যুদ্ধজাহাজে

করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর একটি মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ আমেরিকায়  মোতায়েনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জাহাজটিতে ১০০র বেশি সেনা রয়েছেন। তাদের মধ্যে কতজন করোনায় আক্রান্ত হয়েছেন-তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজের যে সমস্ত সেনা করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। বিবৃতিতে জানান হয়েছে, তবে তারা করোনাভাইসের কোনো  ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত নয়। গত শুক্রবার সূত্রটি জানিয়েছিল, যুদ্ধজাহাজ ইউএসএস মিলওয়াউকি আপাতত গুয়ানতানামো বে  নেভাল স্টেশনে অবস্থান করছে, জাহাজটিকে এখনই দক্ষিণ আমেরিকায় মোতায়েন করা হচ্ছে না। নিকটবর্তী নৌ-ঘাঁটি মেপোর্ট থেকে সেখানে একটি জাহাজ মোতায়েন করা হয়েছে এবং ১৪ ডিসেম্বর জাহাজটি আমেরিকার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের দিকে রওনা করেছে। পার্স টুডে।

 

 

সর্বশেষ খবর