রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বৈশ্বিক হুমকি : যুক্তরাজ্য

সামরিক মহড়ার শেষ দিনে একই সঙ্গে বিভিন্ন ধরনের ১৬টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। শুক্রবার মহানবী (সা.)-১৭ নামের এই মহড়ার শেষদিনে ইরানি সেনারা দীর্ঘ, মধ্য ও স্বল্প পাল্লার এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য।

এক বিবৃতিতে এই কার্যক্রমকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে অবিহিত করেছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ২২৩১-এর সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে উৎক্ষেপণসহ এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকা উচিত মধ্যপ্রাচ্যের দেশটিকে। এর আগে, মহড়ায় ইমাদ, কাদর, সিজ্জিল, যিলযাল ও জুলফিকার নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এসব ক্ষেপণাস্ত্র শতভাগ নিখুঁতভাবে কাক্সিক্ষত লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং সেগুলো ধ্বংস করে।

সর্বশেষ খবর