বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বিক্ষোভে অংশ নেওয়ায় মিয়ানমারে জনপ্রিয় মডেলের জেল

বিক্ষোভে অংশ নেওয়ায় মিয়ানমারে জনপ্রিয় মডেলের জেল

সামরিক অভ্যুত্থান বিরোধী গণবিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মিয়ানমারের জনপ্রিয় মডেল ও অভিনেতা পাইং তাখোন’কে তিন বছরের জেল দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রয়েছে কমপক্ষে ১০ লাখ ভক্ত। তিনি অনলাইনে সামরিক জান্তার বিরুদ্ধে নিন্দা জানাতে ছিলেন সোচ্চার।

নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে এ বছর ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে তাকে বন্দী করে সামরিক জান্তা। কেড়ে নয় সব ক্ষমতা। বাতিল করে দেয় ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচন। এরপর নতুন সরকারের শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ওই অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। তারপর থেকে তারা বিরোধী দল ও সামরিক জান্তার বিরোধী পক্ষকে নৃশংস উপায়ে দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিবাদ বিক্ষোভ থেমে নেই। এতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এপ্রিলে মডেল তাখোনের বাড়ি ভোর ৫টায় ঘিরে ফেলে প্রায় ৫০ জন সেনা সদস্য। তারা আটটি ট্রাকে করে তার বাড়ির সামনে যায়। তাখোনের বোনের এক ফেসবুক পোস্টে এ কথা বলা হয়েছে। তাখোনের আইনজীবী খিন মুয়াং মিন্ট বলেছেন, তাকে কঠোর সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বিবিসি

সর্বশেষ খবর