শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

করোনা বাড়ছে ভারতের মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে আবার করোনার প্রকোপ শুরু হওয়ায় মহারাষ্ট্র সরকার ৩০ ডিসেম্বর থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি করেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

সরকার বলেছে, এবার নতুন বছর উপলক্ষে মুম্বাইয়ে  কোনো পার্টির আয়োজন করা যাবে না। অর্থাৎ রেস্তোরাঁ, পাব, আবাসিক হোটেল, পানসালা, ক্লাব ও রিসোর্টগুলোয় জনসমাগম করা যাবে না। খবরে বলা হয়, মুম্বাইয়ে হঠাৎ সংক্রমণ বাড়ায় রাজ্য সরকার বেশ উদ্বিগ্ন। মঙ্গলবার প্রায় আড়াই হাজার শনাক্ত ও করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর পর ওই উদ্বেগ আরও বেড়েছে। নতুন বছর উপলক্ষে জনসমাগম ঠেকাতে কভিড-সংক্রান্ত বিধিনিষেধ জারি করে রাজ্য সরকার। বুধবার শুধু মুম্বাইয়ে দুই হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়। গোটা রাজ্যে ওমিক্রন শনাক্ত হয় ৩৮ জনের। তাদের কেউই সম্প্রতি বিদেশ  ফেরত নন।

সর্বশেষ খবর