রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অস্ত্র নয়, জীবনমানের উন্নয়ন চান কিম

অস্ত্র নয়, জীবনমানের উন্নয়ন চান কিম

দেশের মানুষ খাবারের অভাবে হাহাকার করছেন। তাই বাধ্য হয়ে নতুন বছরের শপথে সুর বদলালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পরমাণু অস্ত্রের বদলে খাদ্য উৎপাদন এবং জীবনযাত্রার মানোন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানালেন তিনি। শুক্রবার কোরিয়ার ওয়ার্কার্স পার্টির অষ্টম সেন্ট্রাল কমিটি প্লেনারি বৈঠক শেষ হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে বক্তৃতা দেন কিম জং উন। সেখানেই তিনি দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেশে জীবন-মরণ লড়াই চলছে। তাই ২০২২-এ উত্তর কোরিয়ার মূল লক্ষ্য হবে আর্থিক উন্নয়ন।’

সর্বশেষ খবর