সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

হিটলিস্টে বাইডেন আটক যুবক!

হিটলিস্টে বাইডেন আটক যুবক!

হিটলিস্টে ছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁকে হত্যার উদ্দেশ্যে হাতে বন্দুক নিয়ে হোয়াইট হাউসের দিকে গাড়ি নিয়ে রওনা দিয়েছিল এক যুবক। কিন্তু বিধিবাম, তার আগেই পুলিশের জালে ধরা পড়েছে। মার্কিন প্রেসিডেন্টের দফতর সূত্রে জানা গেছে, কাচুয়া ব্রিলিয়ন জিয়ং নামে ওই যুবকের সঙ্গে ছিল একটি এআর-১৫ রাইফেল। গাড়িতে লাগানো জিপিএস-এ দেওয়া ছিল হোয়াইট হাউসের ঠিকানা। ডেকজিয়ং অঞ্চল দিয়ে যাওয়ার পথে ক্যালিফোর্নিয়ায় তার পথ আটকায় পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে কাচুয়ার সটান জবাব, ‘শয়তানকে শেষ করতে যাচ্ছি।’ শুধু তাই নয়, যুবক আরও বলে, ‘হোয়াইট হাউসের ভিতর একটি উইক স্পট রয়েছে। সেখান থেকে সহজেই প্রবেশ করা সম্ভব।’ ওই যুবকের অসংলগ্ন কথাবার্তা থেকেই সন্দেহ দানা বাঁধে পুলিশকর্মীদের। তার কাছ থেকে উদ্ধার হওয়া একটি টিকটক ভিডিওর হিটলিস্টে জো বাইডেনের নাম দেখে শেষ পর্যন্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি যুবকের হিটলিস্টে ছিল আন্থনি ফাউচি, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ওবামা এবং ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের নামও। আপাতত পুলিশি হেফাজতেই রয়েছে ওই যুবক। তবে ছাড়া পেলেই ফের একবার সে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তাই তাকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় তদন্তকারীরা। আগামী শুক্রবারই তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

সর্বশেষ খবর