বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভারতে সংক্রমিত মন্ত্রী নেতা চিকিৎসক খেলোয়াড়

কলকাতা প্রতিনিধি

ভারতে কভিড-১৯ সংক্রমিতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বাড়ছে ওমিক্রনের প্রকোপ। গত সাত দিন ধরে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা ৩৭ হাজার ৩৭৯ জন। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯২। করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। চিকিৎসকদের অভিমত সংক্রমণের এই বৃদ্ধির হার মোটেই সন্তোষজনক নয়। সাধারণ মানুষের পাশাপাশি আক্রান্তের তালিকায় দিল্লির  মুখ্যমন্ত্রী ও আপপ্রধান অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডে, মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে, তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী-গায়ক বাবুল সুপ্রিয়, পশ্চিমবঙ্গের সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির মতো মন্ত্রী-রাজনৈতিক নেতারা। এ ছাড়াও দেশজুড়ে চিকিৎসক ও মেডিকেল স্টুডেন্টদের আক্রান্তের সংখ্যাও কয়েক শতাধিক। ফলে স্বাস্থ্য পরিষেবা নিয়েই এখন বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। 

কভিড টাস্কফোর্সের চেয়ারম্যান ডি. কে. অরোরা জানান, ‘ভারতে তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে।

সর্বশেষ খবর