বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কলম্বিয়ায় দুই বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ২৪

দক্ষিণ আমেরিকার রাষ্ট্র কলম্বিয়ার আরাউকা প্রদেশে দুটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যাও ব্যাপক। তবে, এর সংখ্যা জানা যায়নি। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে কলম্বিয়ায় এ হতাহতের কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো। এর আগে গত রবিবার এক বিবৃতির মাধ্যমে এ সংঘাতের কথা জানায় কলম্বিয়ার সেনাবাহিনী। মাদক পাচারের মতো অবৈধ অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সদস্যদের সঙ্গে অপর বিদ্রোহী গোষ্ঠী রেভলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (এফএআরসি) লড়াই শুরু হয়। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) আমেরিকা বিষয়ক জ্যেষ্ঠ তদন্তকারী হুয়ান পাপিয়ে এক টুইটে বলেন, দুই গ্রুপের লড়াইয়ে ২৪ জন নিহত হয়েছেন। ১২টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ঘর ছাড়া করার ও অপহরণের ঘটনাও ঘটেছে বলে তারা অভিযোগ পেয়েছেন। ২১ বছর আগেও লড়াইয়ে জড়ায় ইএলএন-এফএআরসি।

তাদের মধ্যকার সংঘর্ষ ছড়িয়ে পড়ে ভেনেজুয়েলার আপুরে রাজ্যে। ২০১০ সালে সংঘাত থামে দুই গোষ্ঠীর। ১০ বছরের সংখ্যাতে ৫৮ হাজার লোক বাস্তুচ্যুত হয়। নিহত হন ৮৬৮ জন বেসামরিক।

সর্বশেষ খবর