শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মোদির আটকে থাকা নিয়ে তোলপাড়

মোদির আটকে থাকা নিয়ে তোলপাড়

দিন পাঁচেক আগে পাঞ্জাবে হুসেইনিওয়ালা থেকে ফিরোজপুরে জনসভা করতে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ঠিক ছিল তিনি ভাটিন্ডা বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে ফিরোজপুর যাবেন। কিন্তু খারাপ আবহাওয়ায় হেলিকপ্টারে যেতে পারেননি। গাড়িতেই যান। যাত্রাপথে একটি উড়ালসড়কে কৃষক বিক্ষোভের কারণে ১৫-২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় প্রধানমন্ত্রীকে। তারপর তিনি গাড়ি ঘুরিয়ে ফিরে যান। পরে প্রধানমন্ত্রী টুইট করে বলেন, ‘বেঁচে ফিরতে পেরেছি, এ-ই যথেষ্ট’। এর পরই এ ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিজেপি অভিযোগ করেছে, এটা কংগ্রেসের ষড়যন্ত্র। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় বলেছেন, কংগ্রেস প্রধানমন্ত্রীকে এমনিতে হারাতে পারছে না বলে এভাবে ‘এলিমিনেট’ করতে চাইছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রী দাবি করেছেন পাঞ্জাব সরকার এবং দায়িত্বপ্রাপ্ত আইএএস ও আইপিএস অফিসারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেছেন পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। কারণ পাঞ্জাব সরকার প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ। এ জন্য সুপ্রিম কোর্টে একটি মামলাও দায়ের করা হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বলেছেন, ‘রাজ্য  সরকারের কোনো গাফিলতি ছিল না। প্রধানমন্ত্রীর গাড়িতে করে যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। কৃষক নেতা ও ভারতীয় কিষান ইউনিয়ন-ক্রান্তিকারীর প্রধান সুরজিৎ সিংহ ফুল জানিয়েছেন, পুলিশ তাদের কাছে এসেছিল। তারা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী এ রাস্তা দিয়ে যাবেন।  কিন্তু তারা ভেবেছিলেন পুলিশ মিথ্যা কথা বলে অবরোধ তুলতে চাইছে। তাই তারা অবরোধ তোলেননি।

সর্বশেষ খবর