রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
কাজাখস্তান সংকট

রুশ সেনা মোতায়েন নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে চলমান সহিংস অস্থিরতা মোকাবিলায় দেশটি রুশ সামরিক সহায়তা চাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। জ্বালানির মূল্যবৃদ্ধিতে দানা বেঁধে ওঠা বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক ডজন নিহত হলেও ব্লিনকেনের মতে, কাজাখ সরকার নিজেরাই পরিস্থিতি সামাল দিতে পারত বলে যুক্তরাষ্ট্র মনে করে। এরপরও কেন দেশটিতে রুশ সেনা মোতায়েন করা লাগলো, তা স্পষ্ট নয়, বলেছেন তিনি। রাশিয়ার নেতৃত্বাধীন প্রায় আড়াই হাজার সেনার মধ্যে কিছু এরই মধ্যে কাজাখস্তানে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি। মস্কোর কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, কাজাখস্তানে তাদের সেনা মোতায়েন হয়েছে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) অধীনে।

সর্বশেষ খবর