রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ফিলিপাইনে টিকা না নিলে গ্রেফতার

ফিলিপাইনে টিকা না নিলে গ্রেফতার

ফিলিপাইনে আবারও প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশটিতে সংক্রমণের হার অতীতের চেয়ে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন করে কমপক্ষে ২১ হাজার ৮১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিকে দেশজুড়ে সংক্রমণ বাড়তে থাকায় টিকার ওপর জোর দিচ্ছেন প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে। ভ্যাকসিন নেয়নি এমন লোকজন যদি বাড়িতে থাকার নির্দেশ অমান্য করে তবে তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দেশটিতে সংক্রমণ বেড়ে গেছে। শুক্রবার নতুন করে সংক্রমণের রেকর্ড হয়েছে। ফলে টানা তৃতীয় দিনের মতো দেশটিতে সংক্রমণের সর্বোচ্চ হার রেকর্ড হয়েছে। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ প্রায় ৩০ লাখের মতো।

 

সর্বশেষ খবর