রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

করোনার মধ্যেই ভারতের পাঁচ রাজ্যে নির্বাচন

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতজুড়েই কভিড-১৯ সংক্রমিতের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। এ আবহেই দেশটির পাঁচ রাজ্য- উত্তরপ্রদেশ, উত্তরাখ-, পাঞ্জাব, গোয়া ও মণিপুর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট নেওয়া হবে পাঁচ রাজ্যের মোট ৬৯০ বিধানসভার আসনে। মোট ভোটার ১৮.৩৪ কোটি, যার মধ্যে ৮.৫৫ কোটি নারী। নতুন ভোটারের সংখ্যা ২৪.৯০ লাখ। ভোট শুরু হবে ১০ ফেব্রুয়ারি। চলবে ৭ মার্চ পর্যন্ত। ভোট গণনা ১০ মার্চ।

করোনার আবহে নির্বাচন নিয়ে কিছুটা সংশয় দেখা দিলেও  গতকাল দিল্লির বিজ্ঞান ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে কভিড স্বাস্থ্যবিধি মেনেই হবে নির্বাচনের সব কাজকর্ম।

সর্বশেষ খবর