সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

তিন বছর পর কারাগার থেকে মুক্তি সৌদি রাজকন্যার

তিন বছর পর কারাগার থেকে মুক্তি সৌদি রাজকন্যার

সৌদি আরবের অধিকারকর্মীরা বলছেন, প্রায় তিন বছর কারাবন্দি থাকার পর হাই-সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন দেশটির এক রাজকুমারী এবং তার কন্যা। প্রিন্সেস বাসমা বিনতে সৌদকে ২০১৯ সালে কারাবন্দি করা হয়। সে সময় তিনি চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কেন তাকে বন্দি করা হয়েছিল তা জানানো হয়নি, এমনকি প্রিন্সেস বাসমা কিংবা তার মেয়ে সুহৌদের বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি। প্রিন্সেস বাসমা বিনতে সৌদকে ২০১৬ সাল থেকে দেশটির সংবিধান সংশোধনের পক্ষে জোরালো অবস্থান নিতে দেখা যায়। বিভিন্ন সময় তিনি সরকারের বিভিন্ন কর্মকান্ডের খোলামেলা সমালোচনাও করেছেন। এ ছাড়া সাবেক ক্রাউন প্রিন্স মোহামেদ বিন নায়েফ, যাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে ধারণা করা হয়, তার সঙ্গে প্রিন্সেস বাসমার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেও তিনি সরকারের রোষানলে পড়েছেন বলে অনেকে মনে করেন। প্রিন্সেস বাসমা বাদশাহ সৌদ, যিনি ১৯৫৩ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সৌদি আরবের শাসক ছিলেন, তার কনিষ্ঠ কন্যা।

সর্বশেষ খবর